আগামী ২২ শে আগষ্ট ভিপি নুর যশোরে থাকবেন

সরকার সদ্য জন্মগ্রহণ করা এনসিপিকে পৃষ্ঠপোষকতা করছে: কুমিল্লায় নুরুল হক

অন্তর্বর্তী সরকার জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) পৃষ্ঠপোষকতা করে পক্ষপাতদুষ্ট আচরণ জনগণের সামনে পরিষ্কার করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। আজ শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে এক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি।

নুরুল হক বলেন, ‘এই সরকার সদ্য জন্মগ্রহণ করা এনসিপিকে পৃষ্ঠপোষকতা করছে। দেশের অধিকাংশ সচেতন রাজনৈতিক মহল এবং সচেতন নাগরিকদের মতামত সরকার একটি রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করে তাদের পক্ষপাতদুষ্ট আচরণ জনগণের সামনে পরিষ্কার করেছে। আপনারা এরই মধ্যে দেখেছেন সরকার ১৩টি রাজনৈতিক দলের শীর্ষ প্রধানদের সঙ্গে বসেছিলেন, সেখানে আমরাও ছিলাম। সেখানে সব রাজনৈতিক দলই সরকারের এনসিপির প্রতি পক্ষপাতদুষ্ট আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে। অধ্যাপক ইউনূস স্যারের প্রতি সম্মান রেখেই রাজনৈতিক দলের নেতারা বলেছেন—আপনার সরকারের প্রতি আমরা এটা প্রত্যাশা করি না।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top