টানা ৩ মাস নিয়মিত মাসিক অনুদান দিতে ব্যর্থ হলে তার সদস্য পদ বাতিল বলে গণ্য হবে
দ্বায়িশীলগন একে অপরের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে মাসিক মিটিং য়োজন করবেন ও তার ছবি আপডেট দিবেন
সাংগঠনিক প্রয়জনে কার্যালয়ে উপস্থিত বাধ্যতামূলক
সকলের উপর অর্পিত দ্বায়িত্ত্ব যথাযথ পালন এবং মাসিক ফি প্রদান বাধ্যতামূলক
সকলের উপর অর্পিত দ্বায়িত্ত্ব যথাযথ পালন এবং মাসিক ফি প্রদান বাধ্যতামূলক
দলীয় যে কোন কাউন্সিলে অংশ নিতে পূর্ববর্তী বকেয়া অনুদান পরিশোধ করা বাধ্যতামূলক অন্যথায় প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে- এতে কোনরুপ অজু হাত গ্রহন যোগ্য হবে না।
পেশাজিবী অধিকার পরিষদে সদস্যপদ গ্রহনের নিমিত্ত্বে অঙ্গিকার
“ আমি সশ্রদ্ধ চিত্তে অঙ্গীকার করছি যে, “বাংলাদেশ গণ অধিকার পরিষদ” এর দূরদর্শী দৃষ্টিভঙ্গী দ্বারা পরিচালিত হয়ে সামাজিক উন্নয়নের সংগ্রামে নিজেকে নিয়োজিত করব। আমি অন্য কোন দলের কোন সদস্য নই। বাংলাদেশ গণ অধিকার পরিষদের আর কোন অঙ্গ-সংগঠনের পদেও নেই। আমি দলের গঠনতন্ত্র, কর্মসূচি ও সিদ্ধান্ত সততার সাথে মেনে চলব এবং তা বাস্তবায়নে নিষ্ঠাবান থাকব ।
আমি দলের সদস্যের সম্মান ও দলের মর্যাদা রক্ষায় যত্নবান হব। আমি আমার দেশের সকল পেশাজীবী, মেহনতি মানুষ, জনগণ ও দেশের স্বার্থে আন্তরিকভাবে কাজ করব এবং সব সময় দল ও জনগণের স্বার্থকে নিজের স্বার্থের উপরে স্থান দেব। আমি সুস্থ শরীর ও মনে কারো দ্বারা প্রভাবিত না হয়ে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ এর সদস্য হবার জন্য আবেদন করছি। আমার দেয়া উপরের সকল তথ্য সত্য, যদি সংগঠন এতে কোন মিথ্যা দেখতে পায় তাহলে আমার বিরুদ্ধে সাংগঠনিক যে ব্যবস্থা নেয়া হবে তা মেনে নিতে বাধ্য থাকব।