
রাজনৈতিক দলের নেতাদের অবশ্যই রাজনৈতিক প্রজ্ঞা থাকতে হয়। গতানুগতিক রাজিনীতিতে জন্মসূত্রে রাজনীতিবিদ হবার দিন কিন্তু নেই। যারা ভাবছেন ওমনি তেমনি করে নেতা হয়ে যাবেন তাদের জানা উচিত বাপের কোটায় একজন জোড় করে মেয়র হতে গিয়ে বাপের মান সম্মান শেষ করেছেন। আরেকজন তো ভারতই পালিয়েছেন! তাই রাজনৈতিক নেতাদের রাজনীতির প্রশিক্ষণের বিকল্প নেই……..